শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বাহুবলে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি! ৭ ইউপির ৫টিতেই হার

প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২২




স্টাফ রিপোর্টার॥ ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বাহুবলে নৌকার ভরাডুবি হয়েছে। বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নের মাঝে নৌকা বিজয়ী হয়েছে মাত্র দুটিতে। স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী মুদ্দত আলী বিজয়ী হয়েছেন।

ভাদেশ্বর ইউনিয়নে নৌকা নিয়ে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান বিজয়ী হয়েছেন।

অপরদিকে উপজেলার স্নানঘাট, সাতকাপন, বাহুবল, লামাতাসী ও মীরপুর ইউনিয়নে নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন।

নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত বাহুবলে ভরাডুবির কারণে দলের নেতাকর্মীরা হতাশ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা মন্তব্য করেছেন, অযোগ্য প্রার্থীকে নৌকার মনোনয়ন দেওয়া এবং অধিক সংখ্যক বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করায় ভরাডুবি হয়েছে।

আর এদিকে- শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ বুলবুল খাঁন। তিনি আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২ হাজার ১ শ ২৪ ভোট।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপে দেশে ২৩ জেলার ৪৩টি উপজেলার ২১৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ আজ সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে পাঁচটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ও অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি।

আজকের সর্বশেষ সব খবর