বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বিএনপির মুখে গণতন্ত্র মানায় না: দীপু মনি

প্রকাশিত : এপ্রিল ১, ২০২২




জার্নাল ডেস্ক ॥ বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এ ঐক্যজোট ঐক্যবদ্ধ জটে পরিণত হয় বারবার। আর, সে জট থেকে তারা নিজেরাই বের হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১ এপ্রিল) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, ‘কতিপয় জনবিচ্ছিন্ন তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হয়ে যাবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো আন্দোলন করতে হলে সেটা যদি জনগণের দাবি না হয়, তাহলে কোনো দলের সে দাবি কিন্তু এগোতে পারে না।’

আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী এবং বৃত্তি প্রদানের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সব খবর