শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বিএনপি নির্বাচনে অংশ না নিলে সমস্যা নেই: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২১




জার্নাল ডেস্ক ॥ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি নির্বাচনে অংশ না নিলে আমাদের কোনো সমস্যা নেই। তারা যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার হতে না চান, আমরা বাধা দেবো না। কিন্তু তারা যদি বলে, নির্বাচন হতে দেবে না, সেটা অন্যায়। আওয়ামী লীগ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

শনিবার (১৬ অক্টোবর) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরের জিন্দাবাজারে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে অনেক উন্নয়ন হচ্ছে। আমরা সৎ ও সাহসী নেতৃত্ব পেয়েছি। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এটা হলে দেশের চিত্র বদলে যাবে।’

তিনি আরও বলেন, ‘মানুষের উন্নয়নের জন্য আমি রাজনীতিতে এসেছি। গ্রামের মানুষের দুঃখ-কষ্ট দেখেছি। তাদের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে কাজ করতে, উন্নয়ন করতে সাহস দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি এলাকার জন্য কাজ করছি। সুনামগঞ্জে আমার বাড়ি ছাড়া কোনো সম্পত্তি নেই। আমি এলাকাকে ভালবেসে কাজ করি। হাওরের মানুষকে আমি ভালোবাসি।’

রেড ক্রিসেন্টের সিলেট ইউনিটের সদস্য সাবেক সংসদ সদস‌্য জেবুন্নেছা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর