শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বিজয়ী প্রার্থীর কান ছিঁড়ে নিলেন পরাজিত প্রার্থী

প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২২




জার্নাল সারাদেশ বার্তা ॥ মানিকগঞ্জের হরিরামপুরে পরাজিত মেম্বার প্রার্থী নার্গিস আক্তারের হাতে বিজয়ী প্রার্থী হাবেজা বেগমকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার কানের একটি অংশ ছিঁড়ে যায়।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বয়রা ইউনিয়নের যাত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার হাবেজা বেগম যাত্রাপুর এলাকার রতন প্রামানিকের স্ত্রী। তিনি উপজেলার বয়ড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত সংরক্ষিত নারী সদস্য।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার শিকার হাবেজা বেগম জানান, সকাল সাড়ে সাতটার দিকে পরাজিত প্রার্থী নার্গিস আক্তারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় নার্গিসের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের নার্গিস ও তার বাড়ির লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে নার্গিস ও তার লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওসি জানান, এ ঘটনায় থানায় হাবেজা বেগম একটি অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় হাবেজা বেগমের ডান কানের কিছু অংশ ছিড়ে গেছে।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুরে বয়রা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে নার্গিস আক্তারকে ভোটে পরাজিত করেন হাবেজা বেগম।

আজকের সর্বশেষ সব খবর