মঙ্গলবার | ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বিশ্বের বৃহত্তম খোলা জাদুঘর

প্রকাশিত : নভেম্বর ৪, ২০২২




অনলাইন ডেস্ক ॥ মুয়াং বোরান। থাইল্যান্ডের আঞ্চলিক ভাষায় শব্দ দুটির অর্থ-প্রাচীন শহর। দূর থেকে দেখলে মনে হবে চিত্তাকর্ষক রঙে রঞ্জিত একটা বিনোদন পার্ক।

কিন্তু আসলে তা নয়। ৩০০ একর জায়গাজুড়ে এটি আসলে বিশ্বের বৃহত্তম খোলা জাদুঘর। ২২৭টি ফুটবল মাঠের সমান।

চোখ ধাঁধানো সব প্রাচীন স্থাপত্যের নিদর্শনকে ঘিরে ব্যাংককের অদূরে সামুত প্রাকানে নির্মিত হয়েছে থাইল্যান্ডের এ জাদুঘর। থাইল্যান্ডের এক সময়ের (১৯৭২) ধনকুবের লেক ভিরাফানের ভালোবাসার ফসল।

পর্যটকদের জন্য আকর্ষণীয় এ স্থানটিতে রয়েছে ১১৬টি প্রাচীন মূর্তি, সুমেরু পর্বত, আলোকিত প্যাভিলিয়ন, ব্রাহ্মণ মন্দিরের দৈত্য দোলনা এবং আরও অনেক দুর্দান্ত স্থাপত্যশৈলী। এটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত -এপি

আজকের সর্বশেষ সব খবর