শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বৃহস্পতিবার ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত : আগস্ট ৩, ২০২২




জার্নাল সারাদেশ বার্তা ॥ পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় ভোলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে বিএনপি।

বুধবার (৩ আগস্ট) বিকালে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ ঘোষণা দেন।

পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ নুরে আলম বুধবার দুপুরে মারা যান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশের সাথে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে বিএনপির নেতা কর্মীরা। পুলিশ ৩৫ রাউন্ড টিআর সেল এবং ১৬৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়। প্রাণ হারায় আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী।

আজকের সর্বশেষ সব খবর