বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ভারতে তুষারধসে ১৮ মরদেহ উদ্ধার, নিখোঁজ দুই শতাধিক

প্রকাশিত : ফেব্রুয়ারি ৯, ২০২১




আন্তর্জাতিক ডেস্ক : ভারতে উত্তরাখণ্ডে বিশাল হিমবাহ ধসে ও বাঁধ ভেঙে আচমকা বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন দুই শতাধিক মানুষ। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে রবিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাখণ্ডের চামোলিতে তুষারধসে পাহাড়চূড়া থেকে কাদামাটি ও পানির বিশাল স্রোত নেমে আসে অলকানন্দা নদীর প্রবাহ বেয়ে। মুহূর্তেই এর নিচে চাপা পড়ে তপোবন জলবিদ্যুৎ কেন্দ্রসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।

এ ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো নিখোঁজ অনেকের সন্ধান পাওয়া যায়নি। ফলে ভয়াবহ এই দুর্যোগে শতাধিক প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই এলাকায় একটি টানেলের ভেতর অন্তত ৩৯ জন শ্রমিক আটকা রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন বলছে, বন্যা নামার সময় টানেলের ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। কিন্তু কাদামাটিতে মুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারেননি। তাদের সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি।

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা বলেছেন, টানেলের ঠিক কোন জায়গায় শ্রমিকরা আটকে রয়েছেন তা এখনো নিশ্চিত নয়।

একই এলাকার আরেকটি ছোট টানেল থেকে রবিবার ১৬ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল।

(ছবি : দ্য টাইমস)

আজকের সর্বশেষ সব খবর