বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ভারতে না হলে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

প্রকাশিত : মে ৪, ২০২১




স্পোর্টস ডেস্ক : আইপিএল স্থগিত করার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও চিন্তা ভাবনা শুরু করে দিলো ভারতীয় বোর্ড। আইপিএলে ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার পর ১৬ দলের বিশ্বকাপ চিন্তার কারণ হয়ে উঠেছে বোর্ডের।

এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

জানা গেছে, ভারতীয় বোর্ডের কর্তারা সংযুক্ত আরবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আলোচনা শুরু করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি এখনো ঘোষণা করা হয়নি।

বিসিসিআই-এর এক কর্তা বলেন, দেশের ৭০ বছরের ইতিহাসে স্বাস্থ্যের এমন অবস্থা হয়নি। শুরু হওয়ার ৪ সপ্তাহের মধ্যে আইপিএল স্থগিত করে দেওয়া প্রমাণ করে বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করার মতো দেশের অবস্থা নেই। নভেম্বরে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ দেখা দিতে পারে দেশে। সেই সময় টি২০ বিশ্বকাপ আয়োজন করা কঠিন হয়ে উঠতে পারে। সেই জন্য সংযুক্ত আরবে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে প্রতিযোগিতা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জুন মাসে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

আজকের সর্বশেষ সব খবর