শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২২




জার্নাল ডেস্ক ॥ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি আলোচনা সভার আয়োজন করবে বিএনপি।

২১ ফেব্রুয়ারি সকাল ৬ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

ওইদিন সকাল ৬ টায় বলাকা সিনেমা হলের সামনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হবেন এবং কালো ব্যাচ ধারণ করে প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে শহীদ মিনারের অভিমুখে যাত্রা এবং শহীদ মিনার বেদীমূলে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।

দেশজুড়ে দলের বিভিন্ন পর্যায়ের ইউনিট স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে এবং ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে।

আজকের সর্বশেষ সব খবর