মঙ্গলবার | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : মে ২৭, ২০২১




পিন্টু অধিকারী, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ১ জনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭মে) সকালে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে শিমনা ছড়া অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন অবৈধভাবে বালু উত্তোলন দায়ে সোহেল মিয়াকে (২২) আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহজাহানপুর ইউনিয়নে পরমানন্দপুর গ্রামে আব্দুল হক ছেলে সোহেল মিয়া ।

এলাকাবাসী বলেন, শাহজাহানপুর ইউনিয়নে নোয়াহাটি মনতলা রোডের সিমনাছড়া ব্রিজ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রভাবশালীরা লোকজন। অনেকে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই সীমনাছড়া খালের বালু অবৈধভাবে বিক্রি করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তিনি আরো বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

আজকের সর্বশেষ সব খবর