বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মাধবপুরে কুখ্যাত মাদক চোরাকারবারি গাঁজা ও আতসবাজি সহ আটক

প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২০




পিন্টু অধিকারী, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কুখ্যাত মাদক চোরাকারবারি শাজাহান মিয়া (৫২) ও তার এক সহযোগী হাসান মিয়া (৩০) ভারতীয় গাঁজাসহ বিজিবির হাতে আটক হয়েছে। শাহজাহান মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মৃত সুরত আলীর পুত্র ও হাসান মিয়া একই এলাকার বনগাঁও গ্রামের আব্দুল সবুরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ৫৫ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির হাবিলদার মো: নুরুজ্জামান এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া চা বাগানের ১৭নম্বর সেকশনের সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫কেজি ভারতীয় গাঁজাসহ উল্লেখিত দুই ব্যাক্তিকে আটক করে।এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মো: শরিফ মিয়া (৩০) নামে এক ব্যাক্তি পালিয়ে যায়।

মোঃ শরিফ মিয়া একই এলাকার বনগাঁও গ্রামের হারিছ মিয়া পুত্র। আটককৃত ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর কিছুক্ষণ পর রাত ১টার দিকে একই টহল দল একই এলাকায় আবার অভিযান চালিয়ে ৩ হাজার ৯ প্যাকেট ভারতীয় আতশবাজী আটক করে। যার আনুমানিক মুল্য দুই লক্ষ চুয়ান্ন হাজার আটশত টাকা। আটককৃত চোরাচালানী মালামালের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকের সর্বশেষ সব খবর