শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মাধবপুরে ফুটবল খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

প্রকাশিত : আগস্ট ১, ২০২১




মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। রবিবার (১ আগস্ট) বিকালে উপজেলার আদাঐর ইউনিয়নের সম্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের সম্বতপুর গ্রামের লোকজন একটি ফুটবল টুনামেন্টের আয়োজন করে। শনিবার বিকালে সম্বতপুর গ্রামের লোকজন বিলে খেলতে গেলে বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের লোকজনও সেখানে খেলতে আসে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার রাতে সম্বতপুর গ্রামের মন্নর আলী ও তার ভাতিজা গিয়াস উদ্দিন স্থানীয় দিঘিরপাড় বাজারে গেলে সুন্দাদিল গ্রামের লোকজন তাদের মারপিট করে।

এ ঘটনার জের ধরে রবিবার সম্বতপুর ও সুন্দাদিল গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষে আহত মন্নর আলী জানান, সম্বতপুর গ্রামের লোকজন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। শনিবার তারা ফুটবল খেলতে গেলে সুন্দাদিল গ্রামের লোকজনও আসে খেলতে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রবিবার বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফের কথামতো সুন্দাদিল গ্রামের লোকজন সংঘর্ষে জড়িত হয়। এতে আমরা আহত হয়েছি।’

বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, তিনি ও আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান গিয়ে দু’পক্ষকে শান্ত করেছেন।

আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান জানান, ফুটবল খেলা নিয়ে এ সংঘর্ষের ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।

আজকের সর্বশেষ সব খবর