শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মাধবপুরে বৃষ্টির পানিতে ডুবেছে কৃষকের স্বপ্ন

প্রকাশিত : আগস্ট ২৮, ২০২১




শেখ ইমন আহমেদ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাতে নদী-নালা খাল-বিলে পানি বৃদ্ধি পাওয়ায় চলতি রোপা-আমন মৌসুমে রোপণকৃত রোপা ধান পানিতে ডুবে যাওয়ায় কৃষকের স্বপ্ন-দুঃস্বপ্নে পরিণিত হতে চলেছে।

বোরো ধান চাষে কৃষকরা লাভবান হওয়ায় রোপা মৌসুমে সুযোগ বুঝে তারা আমন ধানও বেশি পরিমাণ লাগায়। চারার দাম চড়া থাকলেও চাষ যোগ্য জমি ফেলে রাখেনি এই এলাকার চাষিরা। চোখের সামনে বানের পানিতে তলিয়ে যাচ্ছে বিঘা থেকে বিঘা জমির ধান। ফলে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। কৃষি অফিস বলছে আবহাওয়া স্বাভাবিক হলে পানি কমতে থাকলে তলিয়ে যাওয়া ধানের তেমন ক্ষতি হবে না।

তথ্যমতে জানা গেছে, চলতি মৌসুমে মাধবপুর উপজেলার একটি পৌরসভা ১১টি ইউনিয়নে প্রায় ৯ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমিতে রোপ-আমন ধান লাগানো হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এক হাজার হেক্টর বেশি। আগস্ট মাসের শুরুতেই মাঝে মধ্যেই বৃষ্টিপাতের কারণে রক্তদহ বিল ও বিল চৌরে পানি বৃদ্ধি পাওয়ায় মাধবপুর উপজেলার পৌর এলাকায়, ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদাঐর, আন্দিউড়া, বুল্লা, জগদীশপুর, নোয়াপাড়া, ছাতিয়ান, বাঘাসুরা,কয়েটি মাঠে পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকের স্বপ্ন সদ্য রোপণকৃত রোপা-আমন ধান বিলের নিম্নাঞ্চলে তলিয়ে যাচ্ছে।

কৃষি বিভাগ বলছে রোদ বেশি হওয়ার সাথে সাথে বিলের পানি কমতে থাকলে তলিয়ে যাওয়া ধানগুলোর তেমন ক্ষতি হবে না। উপজেলার আলাকপুর গ্রামের কৃষক সাহিদ মিয়া তিনি জানান, আমি ২ বিঘা জমিতে রোপা-আমন ধান লাগিয়ে ছিলাম হঠাৎ বৃষ্টিপাতে বিলের পানি বৃদ্ধি পাওয়ায় আমার ১ বিঘা জমির ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাকি জমিও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মাধবপুর উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আল মামুন হাসান তিনি জানান, চলতি মৌসুমে রোপা আমন ধান এলাকার কৃষকরা আমাদের পরামর্শে সঠিক সময় রোপণ করেছে। বিগত বছরের চেয়ে এবারে বেশি পরিমাণ রোপা-আমন ধান চাষ হয়েছে। সব ঠিকঠাক থাকলে মাধবপুর উপজেলায় রেকর্ড পরিমাণ রোপা-আমন ধান উৎপাদন হবে এমনটাই আশা করছেন তিনি।

তবে কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে কয়েটি বিলের পানি বৃদ্ধি পাওয়ায় নিন্মাঞ্চলের কিছু ধান তলিয়ে যাচ্ছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে এই ধানগুলোর তেমন ক্ষতি হবে না।

আজকের সর্বশেষ সব খবর