শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মায়ের ভাতার টাকায় ৭ ফুটবলারকে বাইক-অটোরিকশা উপহার দিলেন ব্যারিস্টার সুমন

প্রকাশিত : আগস্ট ১২, ২০২১




চুনারুঘাট প্রতিনিধি ॥ এবার নিজের মায়ের বয়স্ক ভাতার টাকায় ৭ ক্ষুদে ফুটবলারকে মোটরসাইকেল ও অটোরিকশা কিনে দিলেন আলোচিত আইনজীবি ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার (১১ আগস্ট) বিকেলে ফুটবল প্রশিক্ষণ শেষে তিনি তাদের হাতে নতুন গাড়িগুলো তুলে দেন। এর মধ্যে তিন ফুটবলারকে অটোরিকশা ও চার ফুটবলারকে মোটরসাইকেল দিয়েছেন। তারা সকলেই ‘সুমন ফুটবল একাডেমি’র প্রশিক্ষনার্থী।

পরে রাতে তিনি নিজের ফেসবুক পেজে ‘জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত নিপীড়িত মানুষের পাশে থাকতে চাই’ শিরোনামে একটি ভিডিও আপলোড কওে বিষয়টি জানান সুমন।

এ সময় ব্যরিস্টার সুমন বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আজকে আমার পেছনে দেখতেছেন চারটা মোটরসাইকেল আছে এবং তিনটা অটোরিকশা আছে।’

‘আমার মা আমেরিকাতে থাকেন। বয়স্ক হিসেবে ৫ লাখ টাকা ভাতা পেয়েছেন তিনি। আমি ছোট ছেলে হিসেবে আমাকে পাঁচ লাখ টাকা পাঠাইছেন। আমার যদি কখনো বিপদ হয় তাইলে যেন আমি এই পাঁচ লাখ টাকা খরচ করি। কিন্তু আমি বিশ্বাস করি বিপদের মালিক আল্লাহ, বিপদ থেকে রক্ষা করার মালিক আল্লাহ। যদি আল্লাহ আমাকে বিপদমুক্ত রাখেন তাহলে আমার টাকার কোন প্রয়োজন হবে না। এজন্য এই টাকা দিয়ে আমি আমার একাডেমীর সাতজন ছেলেকে অটোরিকশা এবং মোটরসাইকেল দিয়েছি এই পাঁচ লাখ টাকার মধ্যে।’

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এর চেয়ে তৃপ্তি আর হতে পারে না। যে যার জায়গা থেকে সোনার বাংলা বানাইতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করলে আমি মনে করি বক্তব্যের মধ্যে না, মানুষকে আপনি দান করতে করতে যখন নিঃশ্বেস হয়ে যাবেন তখন মানুষ এমনিতেই বলবে আপনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আপনি একজন ভালো মানুষ।’

‘বয়স আপনার ৮০ বা ৯০ সেটা দেখার বিষয় না। আপনি আপনার জীবিত সময়ে মানুষের জন্য কি পরিমান সেবা করছেন এটার জন্য সভ্যতায় আপনার নাম লেখা থাকবে।’

‘আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, আমি বিশ্বাস করি- আমার কিছু বলা লাগবে না, আমার কর্মই হবে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারিদের মতো।’

আজকের সর্বশেষ সব খবর