বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মিরপুরে বাউনিয়া বাঁধে ঝাড়ুর গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : জুন ২, ২০২১




জার্নাল ডেস্ক : রাজধানীর পল্লবী থানা এলাকার বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসার পাশে অবস্থিত একটি ঝাড়ু তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিক আগুনের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।

বুধবার (২ জুন) দুপুর ১২টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টা পর ১২টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।

রাসেল শিকদার বলেন, ‘একটি ঝাড়ুর কারখানায় আগুন লাগে। ঘটনা জেনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত কাজ শুরু করে। ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

এ ছাড়া কী কারণে আগুন লেগেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাসেল শিকদার বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট পাঠানো হয়। তাদের চেষ্টায় ১২টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আজকের সর্বশেষ সব খবর