শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ম্যাজিস্ট্রেটের ওপর হামলা: নৌকার প্রার্থীসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২১




জার্নাল সারাদেশ বার্তা ॥ ময়মনসিংহের ফুলবাড়িয়ার আছিম পাটুলি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় নৌকার প্রার্থী এস এম সাইফুজ্জামানের নামে মামলা হয়েছে। ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব সোমবার রাত সাড়ে ১১টার দিকে মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস এম সাইফুজ্জামানের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

তিনি জানান, গত ১১ নভেম্বর আছিম পাটুলি ইউপির ভোট চলাকালে জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামানের কয়েক শ সমর্থক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার ওপর হামলা চালান। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘মামলার পর থেকেই আসামিরা পলাতক আছেন। তাদের ধরতে অভিযান চলছে।’

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আছিম পাটুলি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ইমরুল কায়েস ১০ হাজার ৬২৫ ভোট পেয়ে জয়ী হন। নৌকার প্রার্থী সাইফুজ্জামান পান ৪ হাজার ১৩৬ ভোট।

আজকের সর্বশেষ সব খবর