বৃহস্পতিবার | ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

যেসব শর্ত মেনে চলছে গণপরিবহন

প্রকাশিত : এপ্রিল ৭, ২০২১




জার্নাল ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাফেরায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এর আওতায় গণপরিবহন চলাচল বন্ধ করা হলেও বুধবার (৭ এপ্রিল) থেকে কিছুটা শিথিল হয়েছে সে নিষেধাজ্ঞা।

এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকাগুলোতে গণপরিবহন চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। সে মোতাবেক বুধবার সকাল থেকে গণপরিবহন চলাচল শুরুও হয়েছে। তবে এরজন্য গণপরিবহনগুলোকে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে মঙ্গলবার। তাতে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল প্রসঙ্গে কিছু শর্তের বিষয় উল্লেখ করা হয়েছে।

শর্তগুলো হলো-

• সিটি করপোরেশন এলাকাধীন সড়কে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধারণক্ষমতার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে।

• ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।

• পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক-কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

• কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

• করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারের অন্যান্য নির্দেশাবলী যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

• পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে।

এদিকে নির্দেশনা অনুযায়ী ঢাকায় বাইরের বাস প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বুধবার সকাল থেকেই দেখা যায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরের গণপরিবহনগুলো প্রবেশ করছে রাজধানী ঢাকায়।

আজকের সর্বশেষ সব খবর