শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

রাজধানীর ২১ হাটে আনুষ্ঠানিক পশু বিক্রি শুরু

প্রকাশিত : জুলাই ৬, ২০২২




জার্নাল ডেস্ক ॥ আগামী ১০ জুলাই (রোববার) দেশে পালিত হবে হবে পবিত্র ঈদুল আজহা। সে উপলক্ষে আজ বুধবার (৬ জুলাই) থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের পশুর হাটে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিক্রি।

রাজধানীর দুই সিটিতে ১৯টি অস্থায়ী হাট বসছে। স্থায়ী দুটি হাটসহ মোট ২১টি হাট। হাটে পশু বিক্রির সব প্রস্তুতি কয়েক দিন আগেই শেষ করেছেন ইজারাদাররা। অনেক হাটে অনানুষ্ঠানিক বিক্রিও শুরু হয়েছে।

প্রতি রাতেই রাজধানীর হাটে পশুবাহী গাড়ি ঢুকছে। পশু দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণত ঈদের আগের দিন ও রাতে ঢাকায় পশু বিক্রি হয় বেশি। তবে কেউ কেউ পছন্দ হলে আগেও কেনেন।

এবার গাবতলীর স্থায়ী হাটসহ মোট ১০টি পশুর হাট বসছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। সেগুলো হলো বাড্ডা আফতাবনগর ইস্টার্ন হাউজিং, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাঈদ নগর), মোহাম্মদপুর বছিলার ৪০ সড়কের পাশের খালি জায়গা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, কাঁচকুড়া বেপারিপাড়া রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁ পাড়ার পাশে জামালপুর প্রপার্টিজের খালি জায়গা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় এবার ১১টি হাট বসছে। ডেমরার সারুলিয়ার স্থায়ী হাট ছাড়া অস্থায়ী হাটের মধ্যে উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘ ক্লাবের আশপাশের খালি জায়গা, হাজারীবাগের লেদার টেকনোলজি কলেজের পাশের খালি জায়গা, গোস্তগোলা শ্মশানঘাটের আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার, লিটল ফ্রেন্ডস ক্লাব ও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজের পাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালের পাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের পাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের পাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের পাশের খালি জায়গা।

উত্তরা বৃন্দাবন হাটে কুষ্টিয়া থেকে আসা সুহেল ঢাকা মেইকে জানান, গত শনিবার (৩ জুলাই) ভোরে গরু নামাই হাটে। ওইদিনই একটি বিক্রি করছি দেড় লাখ টাকায়। ১০টি গরু নিয়ে এসেছি। এলাকার বাজারে দাম চড়া ছিল, এখন ঢাকার বাজার কেমন যাবে বুঝতে পারছি না।

পাবনা থেকে ১৬টি গরু নিয়ে আসা আব্দুল জব্বার ঢাকা মেইলকে বলেন, বাজারে গো-খাদ্যের দাম বেশি, গরুর দাম কম আশা করবেন কেমনে?

রাজধানীর গাবতলী হাটে প্রতিদিন কমবেশি গরু বিক্রি হচ্ছে। রাজধানীর হাটগুলোর পাশাপাশি ঢাকার আশপাশে খাবারগুলোতেও উৎসুক ক্রেতারা ঘুরে দেখছেন। আজ থেকে রাত দিন সমান তালে বিভিন্ন হাটে পশু বিক্রি হবে। ঈদের দিন পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজকের সর্বশেষ সব খবর