শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

রাজপথে নামা ছাড়া বিকল্প নেই: মির্জা ফখরুল

প্রকাশিত : নভেম্বর ৬, ২০২১




জার্নাল ডেস্ক ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এদিকে হু হু করে জিনিসপত্রের দাম বাড়ছে, এখন আবার হঠাৎ করে ডিজেল-কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিলো। এতে দ্রব্যমূল্য দ্বিগুণ বাড়বে। সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের তো না খেয়ে অপুষ্টিতে মরার মতো অবস্থা।’

শনিবার (৬ নভেম্বর) রাজধানীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সম্প্রতি ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এক স্মরণ সভায় এই কথা বলেছেন। কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

ঐক্যবদ্ধভাবে সবাইকে সরকারবিরোধী আন্দোলনে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘একমাত্র পথ হচ্ছে এদেরকে (আওয়ামী লীগ) সরিয়ে দিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, পার্লামেন্ট তৈরি করা। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই রাজপথে নেমে আসি।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘গত ৭ মাসে ৮৪ জন নিহত হয়েছে এবং সব তাদের লোক। তারা নিজেরা নিজেরা এখন মারামারি করে। কারণ বিরোধী দল তো নাই।’

এদিকে স্মরণ সভা উপলক্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে। নেতাদের বক্তৃতার সময় মূল মঞ্চের দুই পাশে কথা বলছিলেন উপস্থিত নেতা-কর্মীরা। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দিতে এসে তাদের বক্তৃতা শোনার জন্য অনুরোধ করেন। কিন্তু নেতা-কর্মীরা কর্ণপাত না করায় এক পর্যায়ে তারা বলেন, ‘কথা শুনতে না চাইলে কক্ষের বাইরে চলে যান অথবা আপনারা মাইকে এসে কথা বলেন, আমরা মঞ্চে বসে শুনি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার সময়েও বিশৃঙ্খলা চলতেই থাকে। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ডায়াস থেকে তিনি নিজের আসনে বসে পড়েন। হট্টগোল দেখে তিনি বলেন, ‘কীভাবে কথা বলবেন। দেখুন এখানে ইয়াং ছেলেরা আছে, তরুণরা আছে। হয় তারা ছাত্রদল, না হয় যুবদল, না হয় স্বেচ্ছাসেবক দল অথবা মহানগরের নতুন কমিটি ছেলেরা। তারা তো এখানে কথা শুনতেই আসেনি। অনেকে বহুবার বলেছেন এখানে। কিন্তু আমরা কেউ কর্ণপাত করছি না। আমাদের এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বেরিয়ে যায়।’

এই সময়ে দলের সঞ্চালক শামীমুর রহমান মাইকে এসে বলেন, ‘আপনারা চুপ করেন। কেউ কথা বলবেন না প্লিজ। মহাসচিব এখন বক্তব্য রাখবেন। সবাই বসে পড়েন। শান্ত হয়ে বসেন। আমাদের সংগ্রামী মহাসচিব স্যার কথা বলছেন।’

আজকের সর্বশেষ সব খবর