বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

রাজাপুরে আবদুল আউয়াল ইঞ্জিনিয়ার এর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : আগস্ট ১১, ২০২২




বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ রাজাপুরে আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল আউয়াল ইঞ্জিনিয়ার এর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০ টায় আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের আয়োজনে কলেজ ছাত্রী- শিক্ষক মিলনায়তনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দীন এর সভাপতিত্বে মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন বাগেরহাট শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা, রাজাপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক,নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক।

এছাড়াও আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ সগীর মাহমুদ, সহকারী অধ্যাপক বিজয় কৃষ্ণ হাওলাদার, সহকারী অধ্যাপক শরীফ মোঃ সোহেল,সহকারী অধ্যাপক শরমিন সুলতানা প্রতিষ্ঠাতা মহোদয়ের কর্মময় বর্নাঢ্য জীবনের উপর আলোকপাত করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দীন আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল আউয়াল ইঞ্জিনিয়ার এর স্মৃতি চারনে বলেন, মহা আকাশ থেকে এক গুচ্ছ তারকা বিচ্যুত হলে মহা আকাশের কোন ক্ষতি হয় কি-না তা আমাদের জানা নেই। তবে আমাদের আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও অত্র অঞ্চলের নারী শিক্ষা বিস্তারের অগ্রপথিক আলহাজ্ব আব্দুল আউয়াল ইঞ্জিনিয়ার এর মহা প্রস্থানে আমাদের কলেজ শিক্ষা পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে-হয়েছে অনেক হৃদয় ক্ষরণ।আজ তাঁর ৮ম মৃত্যু বার্ষিকী।গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাঁকে এবং মহান আল্লাহ-তা-আলার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বেঁচে থাকবেন কর্মের মাঝে-আমাদের হৃদয়ের গভীরে। কালের পরিক্রমায় কিছু হৃদয় নিংড়ানো স্মৃতি ভাস্বর হয়ে থাকবে চিরকাল-চির অম্লান ।দিনের কর্মসূচীর মধ্যে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল শেষে আলহাজ্ব আবদুল আউয়াল ইঞ্জিনিয়ার এর রুহের মাগফেরাত কামনা করা হয়।

এছাড়াও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হক এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আজকের সর্বশেষ সব খবর