শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

রাজাপুরে যুব দিবস পালিত

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৩




বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে র‌্যালি, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যুব উৎসব উদযাপিত হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতার কাযার্লয় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ যুব উৎসবের আয়োজন করে।

মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি) সকালে র‌্যালির মধ্য দিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা অধ্যক্ষ মোঃমনিরুজ্জামান,

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃদীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃমোজাম্মেল হক, এসডিএফ প্রকল্পের আঞ্চলিক কর্মকর্তা সামিউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব মজুমদার, এসডিএফ ক্লাস্টার অফিসার মিন্টু কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মৎস্য অধিদপ্তরের কার্যক্রমে স্বাগত জানিয়ে বলেন, এটা একটি ভালো উদ্যোগ বিভিন্ন ট্রেডে জেলে পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে জাগ্রত করে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রধানসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ, মৎস্য অফিস ও এসডিএফের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সব খবর