বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২১




বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলা ২৩ নভেম্বর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৩ নভেম্বর বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুর থানা সর্বপ্রথম পাক হানাদার মুক্ত হয়। বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা।

১৯৭১ সালের ১৪ নভেম্বরের পর সারাদেশের ন্যায় রাজাপুরে মুক্তিযুদ্ধ আরো তীব্র হয়। দেশীয় দোসরদের সহায়তায় পাক বাহিনী সাধারণ নিরীহ জনগণকে ধরে এনে বধ্যভূমি সংলগ্ন নদীর ঘাটে বেঁধে গুলি করে লাশ নদীতে ফেলে দেয়। লাশের গন্ধে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। তৎকালীন ছাত্রলীগ নেতা আবুল কালাম বাবলুকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত করে জীবন্ত মাটি চাপা দেয় হানাদাররা।

১৯৭১ সালের এই দিনে এক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধের মাধ্যমে ঝালকাঠির রাজাপুর থানাকে হানাদার বাহিনী ও তাদের দোসরমুক্ত করেছিল বীর মুক্তিযোদ্ধারা।

এ যুদ্ধে নেতৃত্ব দেন ৯নং সেক্টরের অন্যতম সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মু. শাহজাহান ওমর। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শাহজাহান ওমর বীর উত্তম খেতাবে ভূষিত হন। ওইদিনের যুদ্ধে শহীদ হয়েছিলেন আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই মুক্তিযোদ্ধা। আহত হন কমপক্ষে বিশজন মুক্তিযোদ্ধা। তৎকালীন মুক্তিযুদ্ধে রাজাপুর থানা কমান্ডারের দায়িত্বে ছিলেন কেরামত আলী আজাদ।

১৯৭১ সালের ২২ নভেম্বর সন্ধ্যা থেকে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমন চালায়, শুরু হয় গুলি-পাল্টা গুলি। পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদেও সাথে রাতভর যুদ্ধের পরে হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে ২৩ নভেম্বর সকালের দিকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রাজাপুর থানা মুক্ত দিবস উপলক্ষে রাজাপুর প্রেসক্লাব আজ দুপুরে ৩০নং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে “গল্পে গল্পে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ” শীর্ষক শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে।

রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে রাজাপুর পাক হানাদার মুক্তের বিভিন্ন ঘটনা তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধভিত্তিক স্বরোচিত কবিতা পাঠ করে শোনান।এছাড়া বক্তব্য দেন রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃবারেক ফরাজী, নির্বাহী সদস্য কামরুল হাসান রানা প্রমূখ।

আজকের সর্বশেষ সব খবর