শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

রোববার সকালে ঢাকায় আসছে শ্রীলংকা দল

প্রকাশিত : মে ১৫, ২০২১




স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে বাংলাদেশে আসছে শ্রীলংকা ক্রিকেট দল। রোববার (১৬ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা শ্রীলংকা দলকে বহনকারী বিমানটির।

শনিবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলংকা দল। ম্যাচ তিনটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। ওয়ানডে সুপার লিগের পয়েন্টের ভিত্তিতে আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলার নিশ্চয়তা পাবে দলগুলো। ফলে সিরিজে প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ-শ্রীলংকা দুই দলই।

বাংলাদেশে পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে শ্রীলংকা দল। কোয়ারেন্টাইন শেষে ১৯ ও ২০ তারিখ বিভক্ত হয়ে অনুশীলন করবেন লংকানরা। ২১ তারিখে বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবেন সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৩ তারিখে। পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৮ তারিখে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রসঙ্গত, আসন্ন সিরিজকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদের আগে টানা কয়েকদিন অনুশীলনও করেছেন প্রাথমিক দলে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটার।

আজকের সর্বশেষ সব খবর