বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

লকডাউনের একদিনে মুরগির দাম কেজিতে কমলো ১০০ টাকা

প্রকাশিত : এপ্রিল ৬, ২০২১




জার্নাল ডেস্ক : সাত দিন লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও পাকিস্তানী বা সোনালী মুরগির দাম কমেছে। তবে সবচেয়ে বেশি কমেছে সোনালী মুরগির দাম। একদিনের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমে গেছে। ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউনের খবরে শনিবার ও রোববার ক্রেতারা বাড়তি পরিমাণে কেনাকাটা করেছেন। এখন বাজারে ক্রেতাদের চাপ কমে গেছে। এ কারণে দাম কমেছে।

ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল (সোমবার) সোনালী মুরগির কেজি বিক্রি হয় ৩৪০ থেকে ৩৬০ টাকা। তবে আজ বেশিরভাগ দোকানে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। তবে যারা আগে কিনে রেখেছেন তারা ২৮০ থেকে ৩০০ টাকা দাম চাচ্ছেন।

রামপুরা মোল্লাবাড়ির মুরগি ব্যবসায়ী আলামিন বলেন, পাইকারিতে আজ সোনালী মুরগির দাম অনেক কমে গেছে। যে কারণে আমরাও কম দামে বিক্রি করতে পারছি। গতকাল সোনালী মুরগির কেজি বিক্রি হয়েছে ৩৬০ টাকা। আজ সোনালী মুরগি ছোটগুলো ২৪০ টাকা এবং বড়গুলো ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এ ব্যবসায়ী থেকে একশ গজ দূরেই মুরগি বিক্রি করা হানিফ আলী সোনালী মুরগির দাম চাচ্ছেন ৩০০ টাকা কেজি। বাড়তি দাম চাওয়ার কারণ জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘আমার মুরগি দুই দিন আগে কেনা। প্রতি কেজি মুরগি ৩০০ টাকার ওপরে কেনা পড়েছে। গতকাল পর্যন্ত ৩৬০ টাকা কেজি বিক্রি করেছি। আজ পাইকারিতে দাম কমে যাওয়ায় লোকসান দিয়ে বিক্রি করে দিচ্ছি। সকাল থেকে দুটি মুরগি বিক্রি করেছি ২৮০ টাকা কেজি।’

কারওয়ানবাজারের ব্যবসায়ী ইসমাইল বলেন, ‘মুরগির দাম কমে গেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে দাম আরও কমবে। কারণ সাড়ে তিনশ টাকার সোনালী মুরগি এখন ২৪০ টাকা বিক্রি হলেও ক্রেতা কম। ১৬০ টাকার বয়লার মুরগি এখন ১৫০ টাকা বিক্রি হচ্ছে। তবে লকডাউন না থাকলে রোজার আগে মুরগির দাম বাড়তে পারে।’

যাত্রাবাড়ীর মুরগি ব্যবসায়ী লিটন শেখ বলেন, ‘এবার মুরগিতে বড় ‘ধরা’ খেয়েছি। কেজিতে একশ টাকা নেই হয়ে গেছে। তিনশ টাকার ওপরে কেনা সোনালী মুরগি এখন আড়াইশ টাকা বিক্রি করছি। অথচ গতকালও সাড়ে তিনশ টাকা কেজি বিক্রি হয়েছে।’

সৌজন্যে : জাগোনিউজ ২৪

আজকের সর্বশেষ সব খবর