মঙ্গলবার | ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

লাউয়াছড়া বনে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতির অজগর (ভিডিওসহ)

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২২




মৌলভীবাজার প্রতিনিধি ॥ লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে বিশ ফুটের অধিক দৈর্ঘের একটি অজগর সাপ ঘুরে বেড়ানোর দৃশ্য চোখে পড়েছে স্থানীয়দের। বিশাল আকৃতির সাপটি দেখে কয়েকজন তাদের মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে সাপটি দেখার পর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গত শুক্রবার সাপটিকে দেখা যায় লাউয়াছড়া বনের জানকিছড়া এলাকার লেবু বাগানে। অজগরটি আনুমানিক দৈর্ঘ্য ২০ ফুটের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাপটি চা গাছের নিচ দিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এসময় কয়েকজন অজগরটির ভিডিও চিত্র ধারণ করতে দেখা যায়।

শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, তিনি জেলার বিভিন্ন স্থান থেকে ছোট-বড় অনেক অজগর উদ্ধার করেছেন, আবার অবমুক্তও করেছেন। কিন্তু ভিডিও চিত্রে দেখা এতবড় অজগর সাপ কোনো সময় দেখেননি। দেশের কোথাও এত বড় সাপের দেখা মিলেছে বলেও তার জানা নেই।

আজকের সর্বশেষ সব খবর