শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

লাখাইয়ে কঠোর লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত : জুলাই ২৭, ২০২১




সুমন আহমেদ বিজয়, লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে কঠোর লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার ( ২৭ জুলাই) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে বর্তমান মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারা, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(২) ধারায় মোট ১০টি মামলায় ১০ জনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন সরকারী নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন কার্যকর করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি কঠোর হুশিয়ারি প্রদান করেন।

এসময় সকলকে মাস্ক পরতে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

আজকের সর্বশেষ সব খবর