শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

লাখাইয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় তিন তলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

সংসদ সদস্যের প্রচেষ্টায় তিন কোটি আট লাখ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। উপজেলার মোড়াকরি ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় দশ হাজার মানুষ এর উপকার ভোগ করবেন। এতে মাদ্রাসার পাঠদান কার্যক্রমও চলবে। ভবনটি নির্মাণ করায় এলাকাবাসী এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এমপি আবু জাহির এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন।
মাদ্রাসাটির সুপার মাওলানা আবু সাইদ মো. জুনাইদের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমে দুলদুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর