শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

লাখাইয়ে মহিলাদের ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

প্রকাশিত : জুন ২৪, ২০২১




সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে : লাখাইয়ে মহিলাদের ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে তথ্য আপার লাখাই উপজেলার আয়োজনে উপজেলার লাখাই ইউনিয়নে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা,উপজেলা ভ্যাটিনারী সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন ও সাংবাদিক এম.এ ওয়াহেদ প্রমুখ।

তথ্য আপা লাখাই এর আয়োজনে লাখাই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে উঠান বৈঠকে প্রায় ২৫ জন মহিলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা বলেন, তথ্য একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্যে এই উঠান বৈঠক এক যুগোপযোগী পদক্ষেপ। এতে গ্রামের প্রায় ২৫ জন মহিলা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।

আজকের সর্বশেষ সব খবর