শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

লাখাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা

প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২১




সুমন আহমেদ বিজয়, লাখাই প্রতিনিধি : লাখাইয়ে সরকারী নির্দেশনা অমান্য করে নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করা ও মাস্ক বিহীন চলাফেরার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) উপজেলার কালাউক বাজার, বামৈ বাজার ও মোড়াকরি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা।

সূত্রে জানা যায়, সরকারী নির্দেশনা অমান্য করে নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করা ও মাস্ক বিহীন চলাফেরার অপরাধে ২ জন পথচারী ও দোকানদারকে মোট ২টি মামলায় ৭ শত টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ ও স্থানীয় জনসাধারণ।

লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা পথচারীদের উদ্দেশ্যে বলেন লকডাউনের সময় জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হবেন না,সবাই সচেতন হোন এবং করোনা সংক্রমণ বৃদ্ধি প্রতিহত করুন।

আজকের সর্বশেষ সব খবর