শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শত্রুরা ইসলামের বিপক্ষে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে: ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী

প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২২




সিরাজুল ইসলাম জীবন ॥ হবিগঞ্জের নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বেতাপুর জাগ্রত সংঘের ৩৬ তম ওয়াজ মাহফিল। প্রতিবছরের মতো নবীগঞ্জের আউশকান্দি বেতাপুর পশ্চিম মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুরে শুরু হয়ে এ মাহফিল চলে মধ্য রাত পর্যন্ত। বেতাপুর জাগ্রত সংঘ আয়োজিত এ ওয়াজ মাহফিলে দেশ বিদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন, আমিরে তাহরিখে খতমে নবুয়্যাত বাংলাদেশ ও জৈনপুরী দরবার শরীরের পীর ছাহেব ডক্টর সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকি জৈনপুরী।

ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আরো বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। ইসলামের শত্রুরা ইসলামকে বিনষ্ট করতে বিভিন্ন প্রক্রিয়ায় ষড়যন্ত্র করে যাচ্ছে। আলেম উলামারা ইসলাম রক্ষার্থে কঠিন সময় পার করছে। এ অবস্থায় আমাদের সবাইকে নিজেদের ক্ষুদ্র মতানৈক্য বাদ দিয়ে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলার (র.) এর সুযোগ্য নাতি- তাইয়্যিবাহ ফাউন্ডেশনের পরিচালক হযরত মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী, আন্তর্জাতিক ক্বারী জৈনপুরী দরবার শরীরের হযরত মাওলানা সায়্যিদ উবায়েদ উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, দারুল সুন্নাহ লতিফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিউইয়র্ক আমেরিকা প্রবাসি শায়েখ হাফেজ আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মোঃ ফখরুল ইসলাম, হযরত মাওলানা মুফতি আবুল ফজল, কলরব শিল্পীগোষ্ঠীর ওমর আব্দুল্লা, নিহানুল ইসলাম চৌধুরী ও বেতাপুর জামে মসজিদ এর খতিব আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম প্রমুখ।

ওয়াজ মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী মোঃ ফারুক আহমেদ চৌধুরী, শাহ মশহুদ আলী, আনসার আহমেদ চৌধুরী, শওকতুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসি বুলবুল আমিন বুলবুল, নজরুল ইসলাম চৌধুরী, শাহ এবাদুর রহমান দারা, শাহ মোস্তাকিন আলী প্রিন্স, নজমুল ইসলাম চৌধুরী, রাজন চৌধুরী, রুহেল চৌধুরী ও লুকোল চৌধুরী, থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবাদুর কাদের হেলাল, ৫নং আউশকান্দি ইউপি চেয়ারম্যান ও ই্উ্নিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: দিলাওর হোসেন, ৯নং ওয়ার্ডের সিএনজি সমিতির সভাপতি মেম্বার দিলশাদ, ১০নং ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেম্বার মুকিত, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমদ চৌধুরী রাজ, ৫নং আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিন কামালসহ স্থানীয় আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ডক্টর সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকি জৈনপুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন খয়রুল আক্তার চৌধুরী জুয়েল, শাহ মেরাজ আলী, ইমন আহমেদ চৌধুরী, জাবেদ চৌধুরী, নোমান চৌধুরী, রায়হান চৌধুরী, লায়েক চৌধুরী, সাইদুর রহমান তালুকদার ও শাহ আব্দুর রেজ্জাক আলী।

 

আজকের সর্বশেষ সব খবর