শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

শায়েস্তাগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

প্রকাশিত : ডিসেম্বর ৩, ২০২২




 স্টাফ রিপোর্টার ॥  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। ভবনটি সোয়া আট কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে সরকারের গণপূর্ত বিভাগ।

ভবন উদ্বোধনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে থানা ভবনের উদ্বোধনী কেক কাটেন।

নবনির্মিত থানা ভবনের সামনের মাঠে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নবযাত্রা’ ও ‘প্রচেষ্টা’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বলে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শায়েস্তাগঞ্জে আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

উদ্বোধনী ফলক উন্মোচনকালে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি প্রমুখ।

থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ উপজেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর শায়েস্তাগঞ্জ থানার নব নির্মিত ভবনের কাজ শুরু হয়। প্রতিষ্ঠার প্রায় ১৬ বছর পর স্থায়ী ঠিকানা পেলো শায়েস্তাগঞ্জ থানা। ১৫৭ শতক জমি অধিগ্রহণ করে ৮ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হলো থানার নতুন ভবন। ২০১৮ সালের ৩ অক্টোবর মেসার্স মোস্তফা কামাল ঠিকাদারী প্রতিষ্ঠান ৬তলা বিশিষ্ট ভবনের ৪ তলার নির্মাণ কাজ শুরু করে। ২০২০ সালের জুন মাসের ভেতরে নির্মাণ শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে কিছুটা বিলম্ব হয়।

 

আজকের সর্বশেষ সব খবর