শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

শায়েস্তাগঞ্জে ২ সাংবাদিকের ওপর হামলা: বিএমএসএফের নিন্দা

প্রকাশিত : সেপ্টেম্বর ২৬, ২০২১




জার্নাল প্রতিবেদক ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি কাজল সরকার ও ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি আমির হামজা।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পাশে একটি গ্যারেজের ছবি তোলার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক কাজল সরকার বলেন, একটি সংবাদ সংগ্রহের জন্য আমি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যাই। সেখানে আমি ও আমির হামজা (সাংবাদিক) ছবির কাজ করছিলাম। ওই সময় হঠাৎ কয়েকজন লোক এসে নিজেদের থানার লোক বলে পরিচয় দিয়ে আমাদের মারতে শুরু করে। শার্টের কলারে ধরে থানার ভেতরে নিয়ে যায়। থানার ভেতরে নিয়ে যাওয়ার পরও তারা আমাদের মারার জন্য হামলা চালায়। তখন কয়েকজন কনস্টেবল এসে আমাদের উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী বলেন, ঘটনাটি যেহেতু হাইওয়ে থানায় ঘটেছে, আপনারা হাইওয়ে থানার এসপির সঙ্গে যোগাযোগ করেন। এ সম্পর্কে আমার কিছু জানা নেই।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, গ্যারেজটি থানার নয়, সেটি পাবলিক গ্যারেজ। তাদের (সাংবাদিকদের) সমস্যা হয়েছে সাধারণ মানুষের সঙ্গে, পুলিশের সঙ্গে নয়। আমি এইমাত্র থানায় এসেছি, আপনিও পারলে থানায় আসেন।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ শাখার নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং দোষিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

আজকের সর্বশেষ সব খবর