শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর হলেন যারা

প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২০




নিজস্ব সংবাদদাতা : সোমবার প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নির্বাচিত হয়েছেন ৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।

সোমবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন- পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মো. রজব আলী (উট পাখি প্রতীক নিয়ে ৪৩৮ ভোট), ২ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল (উট পাখি প্রতীক নিয়ে ৮৯০ ভোট), ৩ নম্বর ওয়ার্ডে মো. মাসুক মিয়া (পাঞ্জাবী প্রতীক নিয়ে ৯১৮ ভোট), ৪ নম্বর ওয়ার্ডে মো. জালাল উদ্দিন মোহন (পাঞ্জাবী প্রতীক নিয়ে ৫৬৪ ভোট), ৫ নম্বর ওয়ার্ডে মো. আব্দুল গফুর (পানির বোতল প্রতীক নিয়ে ৫৪৬ ভোট), ৬ নম্বর ওয়ার্ডে মো. ফাহিন হোসেন (পাঞ্জাবী প্রতীক নিয়ে ৬১৯ ভোট), ৭ নম্বর ওয়ার্ডে মো. তাহির মিয়া (উট পাখি প্রতীক নিয়ে ৮২২ ভোট), ৮ নম্বর ওয়ার্ডে মো. আলী আহাদ (পাঞ্জাবী প্রতীক নিয়ে ৪১০ ভোট) ও ৯ নম্বর ওয়ার্ডে আব্বাস উদ্দিন তালুকদার (পানির বোতল প্রতীক নিয়ে ৭১৭ ভোট)

এছাড়া সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন- ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আছমা আক্তার (বলপেন প্রতীক নিয়ে ১১৩২ ভোট), ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে আফছানা ডলি (টেলিফোন প্রতীক নিয়ে ১৪৮৩ ভোট), ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তহুরা খাতুন লাইজু (চশমা প্রতীক নিয়ে ১৮৯৫ ভোট)

আজকের সর্বশেষ সব খবর