বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শীতকালীন সবজি চাষ দেরীতে শুরু হলেও ফলন হয়েছে ভাল

প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২১




সিরাজুল ইসলাম জীবন॥ হবিগঞ্জে এখন মাঠভরা শীতের সবজি। কৃষকরা ব্যস্ত সবজি ফলের পরিচর্যায়। শীতের সবজি চাষ যখন শুরু হয়েছিল তখন ছিল বৃষ্টি। ফলে অনেকটা দেরী করেই শুরু হয় সবজি চাষ।

সবজি চাষ শুরু হওয়ার পর হতে আবহাওয়া অনেকটা অনুকুলে থাকায় সবজি ফলন হয়েছে ভাল।

হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় মাঠভরা শীতকালীন সবজির ফসল। হবিগঞ্জে যে সবজিগুলোর ফলন বেশী হচ্ছে সেগুলো হলো আলু, টমেটো, পাতাকপি, ফুলকপি, বেগুন, লাউ, মিষ্টি আলু ও মুলা।

তেঘরিয়া গ্রামে ইদ্রিস আলী জানান তিনি খোয়াই নদীর চরে সবজি চাষ করেছেন। তার সবজি গুলোর মধ্যে রয়েছে মুলা, পাতাকপি ও মিষ্টি আলু। তিনি বলেন খোয়াই নদীর চরে পলিমাটি থাকার কারনে এখানে ভাল ফসল ফলে। ইদ্রিস বলেন মওসুমের শুরুতে কয়েক দফা বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়। কিন্তু পরে আবহাওয়া অনুকুলে থাকায় ফলন হয়েছে ভাল।’

খোয়াই নদীর চরে সবজি চাষ

হবিগঞ্জ বীজ বিপনন অফিসের ষ্টাফ সৈয়দ আহাদ বলেন কৃষকরা সবজি চাষে আগ্রহী। আরো সহযোগিতা পেলে সবজি চাষে কৃষকরা বেশী করে উৎসাহিত হবে।

আজকের সর্বশেষ সব খবর