বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের নামে বাংলাদেশ উপদূতাবাসের সঙ্গে প্রতারণা

প্রকাশিত : মে ৪, ২০২২




বিনোদন ডেস্ক ॥ ভারতের জনপ্রিয় বাঙালি সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের নাম এবং ইমেইল ব্যবহার করে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সঙ্গে প্রতারণা করার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।

বাংলাদেশে একটি অনুষ্ঠানের জন্য মুম্বাইয়ের হিটমেকার্স কোম্পানিকে আট লক্ষ টাকার চেক দেয় বাংলাদেশ উপদূতাবাস। চেক দেয়া হয় প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা শা’র নামে। চেকটি ইনক্যাশও হয়ে যায়। শ্রেয়ার ইমেইল আইডি থেকে জানুয়ারিতে ঢাকার একটি হোটেলের দুটি ঘর বুক করার অনুরোধও করা হয়। কিন্তু, এরপরই সব চুপচাপ হয়ে যায়।

যে বাঙালি শিল্পী চিরন্তন বন্দোপাধ্যায়ের মারফত হিটমেকার্সের সঙ্গে বাংলাদেশ উপদূতাবাসের যোগাযোগ হয়েছিল সেই চিরন্তন বন্দোপাধ্যায়কে জিজ্ঞাসা করে জানা যায় যে, প্রসেনজিৎ চক্রবর্তী নামে এক ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে তার যোগাযোগ হয়। এই প্রসেনজিৎ চক্রবর্তীর আর হদিশ মিলছে না।

বাংলাদেশ উপদূতাবাস লালবাজারে কলকাতা পুলিশের প্রতারণা দমন শাখায় অভিযোগ লিপিবদ্ধ করে। তারা কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থর এজলাশে একটি মামলা করেছে।

এদিকে এ ঘটনার কিছুই শ্রেয়া ঘোষাল জানতেন না বলে জানা গেছে। তার নাম ও ইমেইল আইডি ব্যবহার করেছে প্রতারকরা।

আজকের সর্বশেষ সব খবর