শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সংসদ অধিবেশন শুরু ১৬ জানুয়ারি

প্রকাশিত : জানুয়ারি ১, ২০২২




জার্নাল ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি বিকাল ৪টায়। শনিবার (১ জানুয়ারি) এই তথ্য জানান সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৬ জানুয়ারি (রোববার) একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন বলেও জানান তিনি।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। ওই অধিবেশনে কার্যদিবস ছিলো নয়টি। ২৮ নভেম্বর অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজকের সর্বশেষ সব খবর