বৃহস্পতিবার | ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সদরঘাটে হুড়োহুড়ি করে লঞ্চে উঠতে গিয়ে পা হারালেন যুবক

প্রকাশিত : মে ২, ২০২২




জার্নাল ডেস্ক ॥ ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন কবির হোসেন ও মো. শাহজালাল। এ সময় রাজধানীর সদরঘাটে লঞ্চে ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। তাতে বড় দুর্ঘটনার শিকার হন তারা। গতকাল রবিবার এই দুর্ঘটনা ঘটে।

লঞ্চ এবং পন্টুনের মধ্যে চাপা খেয়ে কবির হোসেনের বাঁ পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ডান পায়েও আঘাত পান তিনি। অস্ত্রোপচারে কবির হোসেনের ডান পা কেটে ফেলতে হয়েছে।

আরেক যাত্রী মো. শাহজালালের ডান পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

যাত্রীদের ভিড়ে পটুয়াখালীগামী লঞ্চের জন্য ঘাটে অপেক্ষা করছিলেন কবির ও শাহজালাল। সকাল সাড়ে সাতটার দিকে এই নৌপথের পূবালী-১২ লঞ্চটি ঘাটে ভিড়তে শুরু করলে তাতে ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। এ সময় লঞ্চ ও পন্টুনের মধ্যে পা আটকে যায় কবির ও শাহজালের।

পরে দুজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আনা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)।

এমভি পূবালী-১২ লঞ্চের স্বত্বাধিকারী আজগর আলী কবির ও শাহজালালের যাত্রীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

আজকের সর্বশেষ সব খবর