বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সাংবাদিক ফজলে রাব্বী রাসেলের উপর মামলা ॥ প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২১




স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফজলে রাব্বী রাসেলের উপর দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

রবিবার দুপুরে ক্লাব মিলনায়তনে এক জরুরী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, শাহ্ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন। প্রেসক্লাব সদস্য শফিকুল আলম চৌধুরী, নূরুজ্জামান ভূইয়া মামুন, শ্রীকান্ত গোপ, রাশেদ আহমেদ খান, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, আবু হাসিব খান চৌধুরী পাভেল, মোঃ নূর উদ্দিন, এস এম সুরুজ আলী, শাকিল চৌধুরী, প্রদীপ দাশ সাগর, মঈন উদ্দিন আহমেদ, আব্দুর রউফ সেলিম, নূরুল হক কবির, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, মোঃ এমদাদুল ইসলাম সোহেল, মোঃ ছানু মিয়া, আশরাফুল ইসলাম কহিনুর, মোশাহীদ আলম, আব্দুল হালীম, মুজিবুর রহমান, আনিসুজ্জামান চৌধুরী রতন, এন.এম ফজলে রাব্বী রাসেল, সুকান্ত গোপ, মোঃ কাউছার আহমেদ, এস.এম. আজিজ সেলিম, মোঃ সাইফুর রহমান তারেক, মোঃ আজহারুল ইসলাম মুরাদ, মোহাম্মদ নায়েব হোসাইন প্রমুখ।

বক্তরা বলেন ষড়যন্ত্রমূলক মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করা না হলে আন্দোলনে যাওয়া সিদ্ধান্ত গৃহীত হয়।

আজকের সর্বশেষ সব খবর