শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সাংবাদিক সিদ্দিক আহমদ’র সহধর্মিণীর দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২২




প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাফেজ সিদ্দিক আহমদ’র সহধর্মিণী সুফিয়া খানম (৭০) আর নেই।  শুক্রবার (২৫ নভেম্বর) বিকাল আড়াই ঘটিকার সময় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বাদ মাগরিব বিবির দরগা জামে মসজিদেরর সামনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি ২পুত্র ১কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মাখাওয়াত হাসান জীবন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন খান মারুফ, সাবেক আহবায়ক মোঃ লুৎফুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, জেলা ইমাম সমিতির সভাপতি ও বানিয়াচঙ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সহ-সভাপতি এডভোকেট ইস্পাহানী, এম এ তাহের, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজলসহ উপজেলা প্রেসক্লাবের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, মিজানুর রহমান খান, আরফান উদ্দিন, আানোয়ার হোসেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, বিএসডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলনা মুবাশ্বির আহমদ, বানিয়াচং আইডিয়েল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আজকের সর্বশেষ সব খবর