বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

সিলেটসহ সারাদেশে ঈদের দিনে বৃষ্টি

প্রকাশিত : মে ৩, ২০২২




নিজস্ব প্রতিবেদক ॥ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ।

পবিত্র ঈদুল ফিতরের দিন সকালেই রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। মঙ্গলবার (৩ মে) সকালে ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা যখন প্রস্তুতি নিচ্ছেন তখন হঠাৎই ঢাকার বুকে যেন আকাশ ভেঙে পড়ে। কোথাওবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বয়ে যাচ্ছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আবহাওয়া অধিদপ্তরের আগেই পূর্বাভাস ছিল ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

আজকের সর্বশেষ সব খবর