শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

সিলেটের ১৪ ‘বীরাঙ্গনা’ পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২০




জার্নাল ডেস্ক : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের ‘বীরাঙ্গনা’ উপাধি দিয়ে তাদের অনন্য সম্মান দিয়েছে রাষ্ট্র। এমনই ১৪ ‘বীরাঙ্গনা’ রয়েছেন সিলেট বিভাগে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট সূত্রে তথ্যটি জানা গেছে।

সিলেট বিভাগের ১৪ ‘বীরাঙ্গনা’ হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বুধিগাঁও-এর জামিরুন নেছা, একই গ্রামের রহিমা বেগম, নবিরুন বেগম, আসমা বেগম, ব্রাক্ষ্মণ গ্রামের জয়নব বিবি, লেঙ্গুড়া গ্রামের জয়তুন বিবি, বাউরভাগ গ্রামের হাজেরা বেগম, তিতিকুল্লি গ্রামের খুদেজা, একই গ্রামের রুকেয়া, আলমনগর (বুড়া বস্তি) গ্রামের মমতা, একই গ্রামের জোৎস্না বেগম, গুরুকচি গ্রামের আলিপজান ও পুকাশ গ্রামের সিমন্তী রাণী চন্দ এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মানগাঁও গ্রামের বেগম আছকিরুন নেছা।

জানা গেছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) গেজেট জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে ৪০০ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মত অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

১৯৭১ সালে ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যা‌তিত নারীদের ‘বীরাঙ্গনা’ স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানান। তার নির্দেশনায় বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়, যা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগ পর্য‌ন্ত চলছিল।

বঙ্গবন্ধুকে হত্যার পর এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সামরিক শাসকদের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিকভাবে পাকিস্তানি জান্তার সহযোগীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে এ বিষয়ে আদালতের নির্দেশনাও আসে।

শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের চার দশক পর ২০১৪ সালের ১০ অক্টোবর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। পরের বছরের ২৯ জানুয়ারি জাতীয় সংসদে ওই প্রস্তাব পাস হয়।

উল্লেখ্য, এর আগে সিলেটের আরও ৬ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে ‘বীরাঙ্গনা’ উপাধি পাওয়া নারীরা হলেন- কোকিলা বেগম, রেজিয়া বেগম, মায়া বিবি, জয়গুণ নেছা, ললিতা নমসুদ্র, শহর বানু।

আজকের সর্বশেষ সব খবর