শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সিলেটে পানির জন্য হাহাকার, বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আগুন

প্রকাশিত : মে ১, ২০২১




জার্নাল ডেস্ক : একে তো রমজান মাস, তার উপর পানি নেই। এমন বাস্তবতায় সিলেট নগরীর শিবগঞ্জে পানির জন্য সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে স্থানীয় জনতা।

শনিবার (১ মে) রাত সাড়ে ১১টা থেকে শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলের সামনে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

সিলেট সিটি করপোরেশন এলাকার ২১ নং ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ- প্রায় এক মাস থেকে তারা পানির চরম সংকটে আছেন। রমজান মাসের প্রথম থেকেও তারা পানির অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের কাছে বার বার ধর্না দিলেও প্রতিকার পাননি স্থানীয় ভুক্তভোগীরা। তাই বাধ্য হয়ে শনিবার রাতে তারা রাস্তায় নেমে আসেন।

এদিকে রাত সোয়া ১২টায় স্থানীয় মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা অবরোধস্থলে আসেন। তিনিও বিক্ষুব্দ এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন।

অপরদিকে, শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলের সামনে অবরোধের কারণে সিলেট-তামাবিল সড়কের দুপাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত গাড়ি। পরে রাত ১টায় পুলিশ এসে বিক্ষুব্দ জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে।

আজকের সর্বশেষ সব খবর