বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সিলেটে বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী

প্রকাশিত : জুন ১৭, ২০২২




জার্নাল ডেস্ক ॥ সিলেট ও সুনামগঞ্জে পানিবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী। শুক্রবার (১৭ জুন) দুপুর থেকে উদ্ধারকাজ পরিচালনা করছেন তারা।

স্থানীয়রা জানান, নদী-খাল-সড়ক আর মাঠ পানিতে একাকার হয়ে গেছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বন্ধ রয়েছে মোবাইল নেটওয়ার্ক।

সিলেট সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হামিদুল হক বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ৯টি ইউনিট কাজ করছে।তিনি আরো বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা নিজস্ব নৌকা নিয়ে পানিবন্দি মানুষদের উদ্ধার করছেন। উদ্ধার কার্যক্রম বাড়াতে ঢাকা ও কুমিল্লা থেকে আরো ‘রেসকিউ বোট’ আনা হচ্ছে।’

অন্যদিকে সেনাবাহিনী’র সদস্যরা জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার দূর্গত ও দূর্গম এলাকার পানিবন্দি মানুষদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করে যাচ্ছেন। জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছেন।

আজকের সর্বশেষ সব খবর