বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সিলেটে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার দিল হবিগঞ্জের তাসনুভা শামীম ফাউন্ডেশন

প্রকাশিত : জুন ২০, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আর্তমানবতার সেবায় নিয়োজিত তাসনুভা শামীম ফাউন্ডেশন এর উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রতিবারের মত এবারও বন্যা কবলিত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন শুরু করেছে।গত বন্যায়ও তারা খাবার বিতরন করেন।

রবিবার বিকেলে উপজেলার বাঘা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানিতে নিমজ্বিত পরিবারের মধ্যে খাবার তুলে দেয়া হয়। খাবারের প্যাকেটে ছিল ছিড়া,চিনি,মুড়ি,বিস্কুট মোমবাতি ও গ্যাসলাইট।

ডনিগাল বাংলাদেশী কমিউনিটির নেতা ড.মোহাম্মদ রফিউল্লাহ ও ডা. মুসাব্বির হোসাইন এর আর্থিক সহযোগিতায় শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার তুলে দেয়া হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাগর আহমদ শামীম এর নির্দেশে সংগঠনের সভাপতি মহসিন চৌধুরী সাধারন সম্পাদক সুমন আহমদ রাজু আলীর সঞ্চালনায় শুকনো খাবার বিতরন পোগ্রামে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শেখ জয়নাল আবেদীন জামাল, প্রতিনিধি কাজল আহমদ, সমাজকর্মী মডেল আক্তার হোসেন, ফয়সল আহমদ ও রায়হান আহমদ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগর আহমদ শামীম বলেন, প্রতিদিন বন্যা দুর্গত শতাধিক মানুষদের মাঝে শুকনো খাবারের ব্যবস্থা করা হবে। আমাদের টিম প্রতিনিধি খাবার তাদের মাঝে পৌঁছে দিবে। যতদিন পর্যন্ত পানি থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।

আজকের সর্বশেষ সব খবর