শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

সিলেট বিভাগে করোনায় রেকর্ড মৃত্যু, শনাক্ত ৩৬২

প্রকাশিত : জুলাই ৭, ২০২১




জার্নাল ডেস্ক ॥ সিলেট বিভাগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড সৃষ্টি করেছে মহামারী করোনা ভাইরাস। শেষ ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৬২ জনের। এরআগে গত সোমবার (৫ জুলাই) সিলেটে করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছিলো।

এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। কোন হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৭ জনই সিলেটের। আর একজন সুনামগঞ্জের ও একজন মৌলভীবাজারের বাসিন্দা। সেই সাথে শনাক্ত হওয়া ৩৬২ জনের মধ্যে সিলেটের ১৬৫ জন রয়েছেন।

এদিকে একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৫ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ৭ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫০২ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৮ জন রয়েছেন।

বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে থেকে আরও জানা যায়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৬২ জনের করোনা শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬৫, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ৯৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ৩৬২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৫ জন। এরমধ্যে সিলেট জেলার ১১৪ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৬১৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ১৮ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের ১ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪৪ জন। এরমধ্যে সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ১৮ জন

আজকের সর্বশেষ সব খবর