শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সুনামগঞ্জে ইভটিজিংকে কেন্দ্র করে বখাটেদের হামলায় একই পরিবারের ৮ জন আহত

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২১




রুজেল আহমদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের টেকাটুকিয়া গ্রামে ইভটিজিংকে কেন্দ্র করে বখাটেদের দাড়াঁলো অস্ত্রের আঘাতে একটি হিন্দু পরিবারের নারীপূরুষসহ ৮জন আহত হয়েছেন,এদের মধ্যে দুইজন স্কুল ছাত্রী ও একজন স্কুল ছাত্র রয়েছেন।

বুধবার দুপুরে একই ইউনিয়নের পাশ্ববর্তী টুকেরগাওঁ গ্রামের মো. মুক্তারের বখাটে ছেলে কাশেম মিয়া,বিল্লালের ছেলে মুসা মিয়া ও পাভেল দীর্ঘদিন ধরে এই হিন্দু সম্প্রদায়ের দুটি কিশোরীকে স্কুলে আসা যাওয়ার পথে মোটর সাইকেল চালিয়ে তাদের গতিরোধ করে নানান আজেবাজে কুপ্রস্তাব দিয়ে ইভটিজিং করে আসছিল। এদের অত্যাচারে শেষ পর্যন্ত কিশোরীদের পরিবার তাদের স্কুলে আসাযাওয়া বন্ধ করে দিলেও বাড়িতে এসে ঐ কিশোরীদের বখাটেগুলো বিরক্ত করে আসছিল।

এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক হলেও কোনধরনের সুরাহা হয়নি। এই ইভটিজিংকে কেন্দ্র করে দুপুরে পাশ্ববর্তী টুকেরগাওঁ গ্রামের মো. মুক্তার হোসেন,তার বখাটে ছেলে কাশেম মিয়া,বিল্লাল হোসেন,তার ছেলে মুসা মিয়া,পাভেল মিয়া শহীদ মিয়া ও ফালু মিয়ার নেতৃত্বে ২০/৩০ জন দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে বাছিন্দ্র বর্মণের বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের ৮জন সদস্যকে কুপিয়ে ও পিঠিতে আহত করে।

আহতরা হলেন টাকাটুকিয়া গ্রামের বাছিন্দ্র বর্মণ (৪৪),তার সহধর্মিনী বিউটি বর্মণ (৪০),তার আপন সহোদর লজিন বর্মণ,তাদের ছেলে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বাবলু বর্মণ (১৬),তাদের মেয়ে সরকারী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পপি বর্মণ,একই বিদ্যালয়ে বাছিন্দ্র বর্মণের ভাতিজী পলি বর্মণ (১৪),সত্যন্দ্র বর্মণ প্রমুখ। আহত সবাইকে তাৎক্ষনিক তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে বাছিন্দ্র বর্মণ,তার সহধর্মিনী বিউটি বর্মণ ও ছেলে বাবলু বর্মণের অবস্থা গুরুতর হওয়ায় এই তিনজনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে আহতরা সবাই চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে খবর পেয়ে জেলা সদর হাসপাতালে ছুটে আসেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও জেলা পূজাঁ উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, এই জেলায় সম্প্রীতির বন্ধন যুগ যুগের। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। কিন্তু এই টুকেরগাওঁ গ্রামের কিছু বখাটেরা টেকাটুকিয়া গ্রামের দুটি নিরীহ হিন্দু মেয়েদের ইভিটিজিং করার কারণে তাদের পড়াশুনা বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরেও ঐ বখাটে যুবকরা মেয়েদের বাড়িতে এসেও বখাটেপনা করত। এর প্রতিবাদ করায় আজকে এসে হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা খুবই দুঃখজনক। তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দিয়েছেন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্র।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সর্বশেষ সব খবর