শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, রাস্তা অবরোধ করে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত : আগস্ট ১২, ২০২২




রুজেল আহমদ, সুনামগঞ্জ প্রতিনিধি ॥ জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং ও গণপরিবহনের ভাড়াবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষন ও স্বেচ্ছাসেবকল নেতা আব্দুর রহীম কে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, রাস্তা অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করল বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসটেন্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক আলফাত স্কয়ার পয়েন্ট প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ি পয়েন্ট পুলিশ বাধা দেয়।

পরে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি নাদের আহমদ,অ্যাড. মল্লিক সুহেল, মাসুক আলম, রেজাউল হক,অ্যাড শেরনুর আলী, আবুল মনসুর সওকত, আনছার উদ্দিন, আবুল কালাম আজাদ,আনিছুল হক, যুগ্ম সম্পাদক নুর হোসেন, নাছিম উদ্দিন লালা, জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, যুবদলের সাধারন সম্পাদক অ্যাড কয়েছ, সেচ্ছাসেবক দলের সভাপতি শামছুজামান, সাধারন সম্পাদক মনাজির হোসেন, ছাএদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদ্যস সচিব তারেক মিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দিন দিন দেশের সার্বিক অবস্থা অবনীতি হচ্ছে। সব কিছু দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। শুধু তাই নয় ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষন ও স্বেচ্ছাসেবকল নেতা আব্দুর রহীম কে হত্যা করায় তীব্র নিন্দা জানান নেতাকর্মীরা।##

আজকের সর্বশেষ সব খবর