শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের মিছিলে পুলিশের বাঁধা

প্রকাশিত : জুন ৩, ২০২১




রুজেল আহমদ, সুনামগঞ্জ প্রতিনিধি ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার কর্মসূচি বিতরণ কালে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও তার সাথে অবস্থান করা অন্যান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের পৈশাচিক হামলার
প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।

জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব তারেক মিয়া পরিচালনায় প্রতিবাদ
সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম আহবায়ক মুমিত ইসলাম, হাবিবুর রহমান, ইজাজুল হক নাসিম, হুশিয়ার আলম, ওবায়দুল ইসলাম, আনোয়ার আলম, নাফি আহমদ, তৌহিদুল ইসলাম
হাসান, আতাহার চৌধুরী শাহীন, আছান, নাসির, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক, পৌর ছাত্রদলের আহবায়ক সুজাত মিয়া, কলেজ ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম মিয়া, সদস্য সচিব সাদিকুর রহমান চৌধুরী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর অন্যায় ভাবে হামলা করেছে ছাত্রলীগ বাহিনী। আমরা অনেক সহ্য করেছি সহ্য করতে করতে আমাদের পিট দেয়ালে লেগেছে এখন থেকে যেখানে ছাত্রলীগের অন্যয় করবে সেখানেই
আমরা প্রতিহিত করব।

আজকের সর্বশেষ সব খবর