রবিবার | ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

স্বাধীনতা বিরোধীরা এখনও ইতিহাস বিকৃত করছে

প্রকাশিত : মার্চ ২৭, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের ৫২তম বার্ষিকী পালন করছে জাতি। তবে স্বাধীনতা বিরোধী শক্তি এখনও সেই বিজয় অর্জনের ইতিহাসকে বিকৃত করছে; যা শোনলে কষ্ট লাগে।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গত রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নতুন প্রজন্মের নিকট স্বাধীনতার প্রকৃতি ইতিহাস তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, মহান বিজয় অর্জনের ইতিহাস বিকৃত করার মত ঘৃন্যতম কাজ আর কিছু হতে পারে না। যারা এ কাজ করছে; তাদের আইনের আওতায় আনা উচিত।

২৬ মার্চ বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সহ সভাপতি মোঃ সজীব আলী, বীর মক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, আব্দুস শহীদ প্রমুখ।

আলোচনা সভার সঞ্চালনা করেন সহকারি কমিশনার তাসমীন জাহান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারবর্গকে ফুল দিয়ে বরণ ও তাঁদেরকে উপহার প্রদান করা হয়।

আজকের সর্বশেষ সব খবর