বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের বাণিজ্য মেলা বন্ধ করতে মেয়র আতাউর রহমান সেলিমের বিবৃতি

প্রকাশিত : মার্চ ২৫, ২০২২




প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের ক্ষুদ্র, কুটির পণ্য মেলা বন্ধ করতে বিবৃতি দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।তিনি বলেন, ২০২১ সালের ডিসেম্বর মাসে হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়। এরপর থেকে অধ্যবদি পর্যন্ত মেলা চালু রয়েছে। এক মাসের জন্য মেলার অনুমোদন নিয়ে দীর্ঘ দিন ধরে চলছে। যদিও করোনার কারণে কিছুদিন বন্ধ ছিল, কিন্তু এরপরও দেড় মাসেরও অধিক সময় ধরে চলছে মেলা।

অনুমোদনের নিয়ম ভঙ্গ করে এভাবে মেলা চালিয়ে যাওয়া এক ধরণের অপরাধ। এদিকে, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) এবং ‘ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা’ নামে চললেও এখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের অস্তিত্ব নেই। নিয়মিত এখানে সার্কাস ও নাচ গান হচ্ছে।

মেয়র আরো বলেন, সম্প্রতি মেলায় লটারির মাধ্যমেও সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। একদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ হতাশাগ্রস্থ হয়ে পরেছেন। অন্যদিকে, সামনে পবিত্র সিয়াম সাধনার রমজান মাস শুরু হচ্ছে। যে কারণে আমি মনে করি দ্রুত এই মেলা বদ্ধ করা প্রয়োজন।

আজকের সর্বশেষ সব খবর